
ওঙ্কার ডেস্ক: ঘিবলির ট্রেন্ডে গা ভাসিয়েছেন সাধারণ মানুষ থেকে অভিনেতা অভিনেত্রী সকলেই। তেমনই টলিপাড়ায় অনেকেই এই ঘিবলির মধ্যে দিয়ে তাঁদের মনের মানুষের ছবি প্রকাশ করেছেন। তাঁর মধ্যে অভিনেত্রী জ্যাসমিন রায়ও রয়েছেন, ঘিবলি আর্টের মাধ্যমেই সমাজমাধ্যমে শেয়ার করে নিয়েছেন এক ছবি।
ছবিতে যদিও রয়েছেন দু’জন। একজন জ্যাসমিন, আর অন্যজন তাঁর ভালবাসা। তবে ভালবাসার মানুষটির মুখ দেখান নি! ক্যাপশনে ভালবাসার ইমোজি। ফের প্রেমে পড়েছেন জ্যাসমিন, কিন্তু সেই মানুষটি কে? ভক্তদের মধ্যে সেই নিয়ে কৌতূহল বেড়েই চলেছে।
জ্যাসমিন জানান, “পরিচয় এখনই বলা যাবে না। তবে তাঁরা এক পেশার মানুষ নন।” বিয়ের প্রসঙ্গে তিনি বললেন, ” একেবারে বিয়ের সময়েই সবার সঙ্গে আলাপ করিয়ে দেব।”
অতীতে বহুবার প্রেমে পড়েছেন অভিনেত্রী। অভিনেতা গৌরব মণ্ডলের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। এরপর কখনও রাজদীপ গুপ্ত আবার কখনও বা রবি শাউয়ের সঙ্গেও নাম জড়িয়েছে তাঁর। তবে আর কোনও ভুল নয়, নতুন সম্পর্ক নিয়ে তিনি এবার বেশ সিরিয়াস।