
ওঙ্কার ডেস্ক- মন্ত্রী অরূপ বিশ্বাসের মৌখিক আশ্বাসে আস্থা রেখে শনিবার থেকে ফের সেটে ফিরেছেন পরিচালকেরা। বৃহস্পতিবার ফেডারেশন ও পরিচালক গিল্ডের বৈঠকের পর আপাতত এই দ্বন্দ্বের সুরাহা হয়েছে। জানা গেছে, বিধানসভা অধিবেশন শেষ হওয়ার পর পরিচালক-প্রযোজক এবং সভাপতি স্বরূপ বিশ্বাসের নেতৃত্বে ফেডারেশনের সমস্ত সদস্যদের নিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন আলোচনায় বসবেন আগামী ২০ ফেব্রুয়ারি। ফের শুটিং চলবে আগের মতই। তবে এই বিষয়ে কোনও মন্তব্য করেননি ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস।
শনিবার সমাজমাধ্যমে ক্ষমা চেয়ে নেন শ্রীজিত রায়। অন্যদিকে জয়দীপ মুখার্জি জানান “কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। বৃহস্পতিবার সেটা পরিষ্কার হতেই বিষয়টি মিটে গিয়েছে।” তবে ফের আবার কবে ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’-এর শুটিং হবে তা জানা যায়নি। এই সিদ্ধান্তে গিল্ডের সভাপতি সুব্রত সেন, সম্পাদক সুদেষ্ণা রায়, সংগঠনের কার্যকরী কমিটির অন্যতম সদস্য রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য কেউই বিশেষ কোনও মন্তব্য করতে চাননি। ২০ ফেব্রুয়ারির পর কি হয় সেই দিকেই নজর সকলের।