
নিজস্ব সংবাদদাতা : ছটে বন্ধ ছিল রবীন্দ্র সরোবর। কিন্তু দোল উপলক্ষে কেন তা খোলা থাকবে ? এই নিয়েই সকাল থেকে উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। পরিবেশ প্রেমী ও স্থানীয়রা নিয়ম ভাঙার জন্য বিক্ষোভ দেখায় ।
দোল উপলক্ষ্যে ১৪ ও ১৫ মার্চ সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে রবীন্দ্র সরোবর। কিন্তু জানা যাচ্ছে একটি ক্লাবের জন্য খোলা থাকবে সরোবর। কিন্তু স্থানীয়দের বক্তব্য, এই সিদ্ধান্তের কারণ কি ? এই প্রশ্ন তুলেই মঙ্গলবার সকাল থেকে 12 নম্বর গেটে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা।
সাধারণ মানুষের একটাই অভিযোগ গ্রীন ট্রাইবোনের নির্দেশের তোয়াক্কা না করে লেকের ভেতর চলছে নির্মাণ কাজ। অন্যদিকে কয়েকটি ক্লাবকে দোল উদযাপনের অনুমতি দেওয়া হয়েছে।
সুত্রের খবর ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ও কমিশনারের কাছে মেল করা হয়েছে বলেও জানিয়েছেন বিক্ষোভকারীরা। তবে প্রশাসনের তরফে এবিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।