
বাবলু প্রামাণিক,দক্ষিণ চব্বিশ পরগনা:
বাসন্তীতে বিজেপির কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম ।বৃহস্পতিবার দুপুরে তারা এসে পৌঁছান বাসন্তীর সোনাখালিতে। সেখানে গীতাঞ্জলি কমপ্লেক্সে আক্রান্ত বিজেপি কর্মীদের সাথে কথা বলেন তারা । বিজেপি সমর্থকরা কমিটির সদস্যদের কাছে তাদের যাবতীয় সমস্যার কথা তুলে ধরেন । সব শুনে বিজেপি কর্মী ও সমর্থকদের সব ধরনের সাহায্যের আশ্বাস দেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা।অপরদিকে রবি শংকর প্রসাদের নেতৃত্বে আসা এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সাথে একটি আইনজীবীদের দলও এসেছে বাসন্তীতে। আক্রান্তদের আইনি সহায়তা দেয়া হবে বলেও বিজেপির তরফ থেকে জানানো হয়েছে। তবে এদিন বিজেপি কর্মীদের সাথে কথা বলার সময় সংবাদ মাধ্যম কে প্রবেশ করতে দেওয়া হয়নি।