
শঙ্কু কর্মকার, বালুরঘাটঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ছবি ব্যবহার করে সাইবার প্রতারনার অভিযোগ বালুরঘাটে। অভিযোগ সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে।সেখানে বলা হয়েছে মা-বোনেদের ৪০ হাজার টাকা দেওয়া হবে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই মঙ্গলবার বিকেলে বালুরঘাট তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন মিঞা নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করে। মফিজ উদ্দিন মিঞা বলেন, আমাদের দলনেত্রীর নাম করে অ্যাপস তৈরি করে সাধারণ মানুষদের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। ঘটনাটি জানতে পেরে দ্রুত সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছি।
প্রসঙ্গত, এমন প্রতারণার ঘটনা ঘটেছে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারসহ অন্যান্য মন্ত্রীদের সঙ্গেও। একই রকমভাবে এবার নাম ও ছবি দিয়ে সাইবার প্রতারণার ফাঁদ পাতা হয়েছে মুখ্যমন্ত্রীর নামেও।মহিলাদের বিনা সুদে ৪০ হাজার টাকা ঋণ দেওয়ার নাম করে সোশ্যাল মিডিয়ায় করা হয়েছে পোস্ট।এই ধরনের প্রতারণার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন সুকান্ত মজুমদারও।