
সুকান্ত চট্টোপাধ্যায়, ওঙ্কার বাংলা: বাবার নামে ‘মিথ্যা মামলা’ দেওয়ায় অপমানে আত্মহত্যা করলেন নাবালিকা মেয়ে। ঘটনাটি ঘটেছে লেকটাউন থানা এলাকার দক্ষিণ দাড়িতে। নাবালিকা মেয়ের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়।
প্রতিবেশীদের অভিযোগ, কালীপুজোর রাতে বাজি ফাটানোকে কেন্দ্র করে উত্তেজনা তৈরী হয়েছিল। স্থানীয় একটি পরিবারের সঙ্গে সেই নিয়ে অশান্তি হয়। শুধু তাই নয় বিষয়টি গড়ায় থানা পুলিশ পর্যন্ত। অভিযোগ, বিজু শা নামের ওই ব্যক্তির বিরুদ্ধে শ্লীলতাহানির মিথ্যা অভিযোগ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে বিজুকে গ্রেফতার করে লেকটাউন থানার পুলিশ। তাকে দমদম জেলে পাঠানো হয়। সেখানেই দু মাস ধরে বন্দি রয়েছেন তিনি। স্থানীয়রা জানান, বাবার গ্রেফতারির পর থেকে মুষড়ে পড়েছিলেন নাবালিকা মেয়ে। মানসিক অবসাদে ভুগছিল সে। এদিন স্কুল থেকে স্কুল থেকে শেষ পরীক্ষা দিয়ে বাড়িতে আসে সে। বাড়িতে এসে ওই নাবালিকা আত্মঘাতী হয় বলে অভিযোগ।
অন্যদিকে গোটা ঘটনায় ক্ষোভে ফুঁসছে নিহত নাবালিকার পরিবার। পরিবারের দাবি যতক্ষণ না দমদম সেন্ট্রাল জেল থেকে তার বাবার মুক্তি দেওয়া হচ্ছে ততক্ষণ দেহ আটকে বিক্ষোভ দেখাবেন তারা।