
অরুপ ঘোষ, ঝাড়গ্রামঃ ঝাড়গ্রাম জেলা জুড়ে জমি মাফিয়াদের দৌরাত্ম। অভিযোগ হুমকি ও নানা রকম প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে ঝাড়গ্রামের মাফিয়ারা ।এর বিরুদ্ধে ইতিমধ্যেই গ্রামবাসীরা জমি রক্ষার আন্দলন শুরু করেছেন। জানা গেছে ঝাড়গ্রাম ব্লকের শালগুড়া, কন্যাডুবা, ভান্ডারিকাটা, গড়গড়িশোল, গোকুলপুর, মাটিহানা সহ একাধিক এলাকায় দীর্ঘদিন ধরে চাষাবাদ করছেন কৃষকেরা। সেই জমিতে কোম্পানি তৈরি করার নাম করে জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
সস্তায় জমি বিক্রির জন্য চাপ দেওয়া হচ্ছে কৃষকদের। এর ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসীরা। পুরো ঘটনাটি জেলা প্রশাসনকে জানানো হয়েছে । পাশাপাশি চাষীরা জমি রক্ষার একটি কমিটি গঠন করে আন্দোলনে নেমেছেন। এখনও অবধি ৫০০ জন গ্রামবাসী একজোট হয়েছে এই আন্দোলনে নেমেছেন। তাদের একটাই বক্তব্য প্রাণ দেব, জমি দেব না।
গ্রামবাসী শিবানী সিং বলেন, আমরা আন্দোলন করছি জমি আমরা বিক্রি করব না। এখানে কোনও কোম্পানি হতে দেব না। আমরা আন্দোলন চালিয়ে যাব।