
প্রতীতি ঘোষ, ব্যারাকপুর :ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ব্যারাকপুরের প্রাণকেন্দ্র অবস্থিত অতীন্দ্র মাল্টিপ্লেক্সের অন্তর্গত একটি রেস্তোরাঁ। সূত্রের খবর মঙ্গলবার বিকেলে আচমকা অতীন্দ্র সিনেমা হলের পাশে থাকা ক্যাফে তে আগুন লাগে। সেই আগুন চোখের নিমেষে দ্বিতীয় তলার পার্শ্ববর্তী রেস্তোরাঁ তে ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে আসে দমকলের বাহিনী। আগুন নেভানোর চেষ্টা করা হলেও সফল হয়নি দমকল বিভাগ, ভস্মীভূত হয়ে যায় পুরো রেস্তোরাঁ। ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ব্যারাকপুর ঘোষ পাড়া রোডে। তবে এই ঘটনায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হলেও হতাহতের কোন খবর নেই। ঘটনার সময় অতীন্দ্র সিনেমা হলে প্রচুর দর্শক সিনেমা দেখছিলেন, তাদের নিরাপদে বাইরে বের করে দেয় সিনেমা হল কর্তৃপক্ষ ও স্থানীয়রা। দমকল বিভাগের পাশাপাশি আগুন নেভানোর কাজ হাত লাগান রাস্তার পথ চলতি মানুষ এবং টো টো চালকরা।