
শেখ এরশাদ, কলকাতা: অষ্টমীতে আগুন কলকাতায়। কলকাতা কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের উল্টোডাঙ্গা ক্যানেল ইস্ট রোডে জগন্নাথ মন্দিরের উল্টোদিকে থাকা টিনের চালের একটি দোতলা বাড়িতে আগুন লাগে। তবে কিভাবে আগুন লাগল সে বিষয়ে এখনো স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। আগুন লাগার পরে গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১৩ টি ইঞ্জিন। দমকল আধিকারিকদের তৎপরতায় পরবর্তীতে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। অষ্টমীতে এই আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।