
রাজ মোহন ঝা, সল্টলেক : শহর কলকাতায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা লেগেই চলেছে। এবার সল্টলেকের সেক্টর ফাইভে রেশমি টাওয়ারে ঘটল আগুন লাগার ঘটনা। সেখানে বিভিন্ন বেসরকারি সংস্থার অফিস ও গোডাউন রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। শট সার্কিট থেকেই কোন এক গোডাউনে আগুন লেগে যায় বলে মনে করা হচ্ছে। গোটা এলাকায় বেশ কিছুক্ষণের জন্য কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। স্থানীয় ও দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুনকে দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সেখানে কর্মরত এক ব্যক্তি। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয় দমকলের তরফে। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।