
শেখ এরশাদ,কলকাতা : জমা জলের সমস্যা নিয়ে সংঘাত দেখা দিয়েছিলো কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এবং মেয়র পারিষদ নিকাশি তারক সিং এর মধ্যে। সেই সংঘাত নিরসনের সম্ভাবনা। শুক্রবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে জমা জলের অভিযোগ পান মেয়র। এরপরই জমা জলের সমস্যা নিয়ে দপ্তরের আধিকারিকদের উপর ক্ষোভ প্রকাশ করেন ফিরহাদ হাকিম। সূত্রের খবর,এদিন বিধায়ক তারক সিং এর বিরুদ্ধেও অভিযোগ করেন ফিরহাদ হাকিম। মেয়রের মন্তব্যে অভিমান হয়েছিল তারকের। বলেছিলেন পদত্যাগ করবার কথাও। এরপরই শুরু হয় বিতর্ক । যদিও শনিবার সংবাদ মাধ্যমের সামনে ফিরহাদ হাকিমের দাবি, মিথ্যে তথ্য দেওয়া হয়েছে। আমরা একটা টিম হিসাবেই কাজ করি।
শনিবার কলকাতার বিভিন্ন অংশে জমা জলের পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতা পুরসভা কন্ট্রোল রুমে আসেন মেয়র ফিরহাদ হাকিম। এদিন তার সঙ্গে ছিলেন পুর কমিশনার বিনোদ কুমার, নিকাশি বিভাগের ডি জি শান্তনু কুমার ঘোষ সহ কন্ট্রোল রুমের আধিকারিকরা।