
বাবলু প্রামানিক, দক্ষিণ ২৪ পরগনা : ভারতীয় দুটি ট্রলার আটক করল বাংলাদেশের নৌ বাহিনী। দুটি ট্রলারে থাকা ৩১ জন মৎস্যজীবীকেও আটক করা হয়েছে। মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গিয়েছে, ১২ অক্টোবর মাছ ধরার উদ্দেশ্যে এফ. বি. মা বাসন্তী ও এফ. বি. জয় জগন্নাথ নামক দুটি ট্রলার মাছ ধরার জন্য সমুদ্রে পাড়ি দিয়েছিল। ১৪ অক্টোবর বাংলাদেশের জল সীমানার ভিতরে নৌ বাহিনী দুটি ট্রলারকে আটক করেছে। মৎস্যজীবীদের প্রথমে আটক করে পটুয়াখালি মৎস্য বন্দরে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের বাংলাদেশের কলাপাড়া থানায় নিয়ে যাওয়া হয়। সকালে এই খবর এসে পৌঁছয় কাকদ্বীপের মৎস্যজীবী সংগঠন গুলির কাছে।
এবিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, খবর পেয়েছি ভারতীয় দুটি ট্রলারকে বাংলাদেশের নৌবাহিনী আটক করেছে। ওই ট্রলারে ৩১ জন মৎস্যজীবী রয়েছেন। সবাই কাকদ্বীপ এলাকার বাসিন্দা।”
বাংলাদেশে আটক হওয়া এক মৎস্যজীবীর স্ত্রী মঞ্জুরি দাস বলেন, ” সকালে বিষয়টি জেনেছি। স্বামীর সঙ্গে যোগাযোগ করতে পারছি না। পরিবারের সবাই খুব চিন্তার মধ্যে রয়েছি। কি করবো বুঝে উঠতে পারছিনা।”