
নিজস্ব প্রতিনিধি: পুজোয় প্লাবনের আশঙ্কা রাজ্যে। নিম্নচাপের জেরে গোটা রাজ্য জুড়ে চলছে একটানা বৃষ্টিপাত। আর তার মাঝেই ডিভিসি, দুর্গাপুর ব্যারেজ সহ একাধিক ব্যারেজ থেকে জল ছাড়া শুরু হয়েছে। এই দুইয়ের জেরে বন্যার আশঙ্কা দানা বাঁধতে শুরু করেছে। এই পরিস্থিতিতে তড়িঘড়ি নবান্নে মুখ্যসচিবের নেতৃত্বে হয় উচ্চপর্যায়ের বৈঠক।
নিম্নচাপের জেরে শুরু হওয়া লাগাতার বৃষ্টিতে জলমগ্ন রাজ্যের একাধিক জেলা। আর এই অবস্থার মধ্যেই জল ছাড়তে শুরু করেছে DVC ও দুর্গাপুর ব্যারাজ। জানা গেছে DVC-র তরফে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ১ লক্ষ কিউসেক জল ছাড়া হবে । সেই জল দুর্গাপুর ব্যারেজ এসে পৌঁছনোর পর, সেখান থেকে ৭০ হাজার কিউসেক জল ছাড়া হবে। জল ছাড়ার পরিমাণ বেড়ে হতে পারে ১ লক্ষ ২০ হাজার কিউসেক ও হতে পারে বলে জানিয়েছে সেচ দফতর। এই জল ছাড়ার জন্য পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলিকে সতর্ক করা হয়েছে। দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়লে এই তিন জেলার একাধিক এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আর পুজোর মুখে বাংলায় বন্যার আশঙ্কা তৈরি হওয়ায় ,পরিস্থিতি খতিয়ে দেখতে তড়িঘড়ি নবান্নে বৈঠক করেন মুখ্যসচিব। বৈঠকে হাজির ছিলেন বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, জেলার জেলাশাসকরা। এছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন DVC-র প্রতিনিধিও। আগামী কয়েকদিন রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় ৭ টি জেলার প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।