
নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে রেশন কেলেঙ্কারিতে সিবিআই তদন্ত চেয়ে ইডির আবেদনের উপর সার্বিক স্থগিতাদেশ দিলোনা হাইকোর্ট। রেশন দুর্নীতি মামলায় শুধুমাত্র বালিগঞ্জ থানার একটি মামলার বিচার প্রক্রিয়ার উপর অন্তবর্তী স্থগিতাদেশ পেয়েছে রাজ্য। নিম্ন আদালতে বিচারপ্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্ট। কিন্তু নিম্ন আদালতে সামগ্রিকভাবে রেশন কেলেঙ্কারিতে সিবিআই তদন্ত চেয়ে ইডি যে আবেদন করেছিল তার ওপর হাইকোর্ট সামগ্রিক কোন স্থগিতাদেশ দিল না।
রাজ্যের বক্তব্য ছিল অধিকাংশ মামলাতে ইতিমধ্যে তদন্ত শেষ হয়েছে এবং চার্জশিট পেশ হয়ে গেছে। একটিমাত্র মামলায় ফাইনাল রিপোর্ট দেয়া বাকি আছে। এই অবস্থায় সিবিআই তদন্তের আরজির কোন মানে নেই।এই বিষয়ে ইডির বক্তব্য মোট ১০ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। দুই হাজার কোটি টাকা বাংলাদেশের মাধ্যমে দুবাইয়ে পাচার হয়েছে। ইডির দাবি, মন্ত্রী এবং তার সহযোগীকে গ্রেফতার করে বিভিন্ন তথ্য জানতে পেরেছে ইডি। যাদের নাম চার্জশিটে রয়েছে এবং তাদের নামে যে পরিমাণ দুর্নীতির কথা বলা হচ্ছে সংখ্যাটা তার থেকে অনেক বেশি। যেহেতু রাজ্যের শাসক দলের প্রভাবশালী নেতারা যুক্ত আছেন তাই এই মামলা CBI কে দেওয়া দরকার বলে আদালতের কাছে দাবি ইডির। এদিন শুনানি শেষে হাইকোর্ট সামগ্রিকভাবে মামলার উপর সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে। মামলার পরবর্তী শুনানি ৫ই মার্চ। অমিত কুমার দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা।