
স্পোর্টস ডেস্কঃ সার্জিও লোবেরাকে ইস্টবেঙ্গল কোচ করতে চেয়েছিল। কিন্তু কোনো অজ্ঞাত কারণে তিনি আর লাল হলুদে যোগ দেননি। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট হেডস্যার করেন কার্লোস কুয়াদ্রাতকে। আর লোবেরা যান ওড়িশা এফসিতে। কেন এলেন না ইস্টবেঙ্গলে। কলকাতায় আইএসএলে ট্রফি উন্মোচনের সাংবাদিক সম্মেলনে জানালেন ‘ অতীত নিয়ে কথা বলতে চাই না। জানি না কেন শেষে মুহূর্তে আলোচনা ভেস্তে গিয়েছিল, না কি আগে থেকেই পুরোটা ঠিক ছিল। তবে এখন আমি অন্য একটা ক্লাবে আছি। আমার দল নিয়ে খুব খুশি। আমি জানি ইস্টবেঙ্গল বড় দল। ওদের অনেক সমর্থক। তবে এখন এ সব ভেবে লাভ নেই। ওড়িশা খুব ভালো পারফরমেন্স করেছে সুপার কাপ জিতেছে। ওদের আরও আগে নিয়ে যেতে চাই।’ভারতীয় ফুটবল বা আইএসএল কোনটাই লোবেরার কাছে নতুন নয়। আইএসএলে যথেষ্ট সাফল্যও পেয়েছেন তিনি। ২০১৮-১৯ মরশুমে তাঁর প্রশিক্ষণেই আইএসএল ফাইনালে খেলেছিল এফসি গোয়া দল। পরের বছরেই লিগ উইনার্স শিল্ডও জিতেছিল এফসি গোয়। তবে এত সাফল্য পাওয়ার পরেও গোয়া ছেড়ে দেন লোবেরা। ২০২০ সালে মু্ম্বই সিটি এফসিতে যোগদান করেন তিনি।মুম্বইয়ে প্রথম মরশুম কাটানোর পর লোবেরা এই সিদ্ধান্ত গ্রহণ করেন যে এবার তিনি আরও চ্যালেঞ্জিং কোনও কাজ করতে চান। সেকারণেই তিনি চিনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব সিচুয়ান জিউনিউ-তে যোগদান করেন। চিনের এই ফুটবল ক্লাবের ম্যানেজার হিসেবে দলটাকে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে নিয়ে আসেন। ৩৪টি ম্যাচের মধ্যে তারা ১৮টি ম্যাচে জয়লাভ করে। কয়েকদিন আগেই চিনের এই ফুটবল ক্লাবের সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হয় এবং তিনি আবারও তিনি ইন্ডিয়ান সুপার লিগের হাত ধরেন।