
অঞ্জন চট্টোপাধ্যায়: আজ যুবভারতীতে মেগা ম্যাচে নামছে মোহনবাগান। যুবভারতীতে এফসি গোয়ার সামনে টিম বাগান। ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে গোয়া। অন্যদিকে মোহনবাগানের ৮ ম্যাচে ১৯। জিতলেই ৩ থেকে ১ নম্বরে যাওয়ার সুযোগ রয়েছে। তেমনই গত মুম্বই এফসি ম্যাচে হার টা থেকে জয়ের সারিতে ফের ফিরতে পারবে সবুজ মেরুন ব্রিগেড। এদিন ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে বাগান কোচ জুয়ান ফেরান্দ জানালেন, গত ম্যাচের হার একটা দুর্ঘটনা ছিল আমাদের কাছে। সেটা নিয়ে মাথা ঘামাবো না। এই ম্যাচের জয় আমাদের পুরোনো স্রোতে ফিরিয়ে আনবে সেটা বিশ্বাস রাখি। ‘ দুই প্রথম দলের নির্ভরযোগ্য খেলোয়াড় আশিস রাই ও হেক্টর ইউস্তেকে কার্ড সমস্যা পাবে না মোহনবাগান। এছাড়া আক্রমণ বিভাগের অন্যতম ভরসা লিস্টন কোলাসোকেও মোহনবাগান পাবে না। জুয়ান জানালেন, এমন অবস্থায় আমরা আগেও পড়েছি। এটা আমাদের কাছে নতুন কিছু নয়। এই জায়গা থেকে ঘুরে দাঁড়াব সেই বিশ্বাস আমার আছে। কামিন্স গোলে ফেরায় ভালো লাগছে।’