
ইরশাদ শেখ,কলকাতা:আদালত থেকে গ্রেফতার করা হল নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত চার জন শিক্ষককে। আগামী 21 আগস্ট পর্যন্ত তাদের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। উল্লেখ্য আদালতের নির্দেশে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার আলিপুর সিবিআই এর বিশেষ আদালতে হাজিরা দেন চার জন শিক্ষক। চার জনই মুর্শিদাবাদের একটি সরকারি স্কুলের শিক্ষক। নাম সৌগত মন্ডল, সাইগার হুসেন, সীমার হুসেন ও জাহিরউদ্দিন শেখ।তারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে বলে অভিযোগ । সিবিআই এদের নাম সাক্ষী হিসেবে উল্লেখ করায় আদালত এদের অভিযুক্ত হিসেবে তলব করেছিল। সেই মতই আদালতের নির্দেশে তারা আজ আদালতে হাজিরাও দেয়। মামলার শুনানির সময় বিচারক এই চার শিক্ষকদের আইনজীবীকে বলেন, আপনার মক্কেলদের কেন জামিন দেব? এরাই তো সেই ব্যক্তি । যার জন্য এতগুলো মানুষ ভুগছে। এরপর আদালত থেকেই গ্রেপ্তার করা হয় মুর্শিদাবাদের ওই চার শিক্ষককে।