
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : কখনও চিতাবাঘ, কখনো আবার জঙ্গলি বাইশন যদিও ডুয়ার্সের চা বাগানে বন্যপ্রাণীর আগমন নতুন কিছু নয়। কারণ এখানকার প্রকৃতিটাই অরণ্যে ঢাকা। বন্যপ্রাণীদের অহরহ লোকালয় চলে আসা, কিংবা চায়ের বাগানগুলিতে ঘুরে বেড়ানো এসব তো নিত্য নৈমিত্তিক ঘঠনা। তবে এবার হাতি বা চিতাবাঘ নয়, এবার বিশাল আকৃতির অজগর সাপের আগমনে বেশ চাঞ্চল্য ছড়াল ডুয়ার্সের চুলচা চা বাগানে। মঙ্গলবার ডুয়ার্সের মাটিআলী ব্লকের চুলছা চা বাগান এলাকায় হঠাৎঅই নজরে আসে মস্ত এক অজগরের।
মঙ্গলবার চা বাগানের শ্রমিকরা হাসপাতাল সংলগ্ন এলাকায় সাপটিকে দেখতে পান। এত বড় অজগর দেখে রীতিমতো আঁতকে ওঠেন তাঁরা। খবর চাউর হতেই এলাকায় ভিড় করেন এলাকার বাসিন্দারা। কারণ এভাবে অনেকেই কখনো অজগর দেখেননি আগে। খবর দেওয়া হয় খুনিয়া রেঞ্জের বন কর্মীদের। বন কর্মীরা চালসার সর্ব প্রেমী দিবস রাইকে সঙ্গে নিয়ে আসেন অজগর সাপটিকে উদ্ধার করার জন্য। তাঁর তৎপরতায় চাবাগান থেকে উদ্ধার হল একটি ১৪ ফুট দীর্ঘের ওই অজগর সাপ। বিশাল আকৃতির অজগর সাপটিকে উদ্ধার করে বনকর্মীরা চাপরামারি জঙ্গলে ছেড়ে দেয়।