
আমজাদ আলী, গলসি:
ইডির হাজিরা এড়িয়ে ভোট প্রচার শুরু করলেন তৃনমূল যুব সভানেত্রী সায়নী ঘোষ।বুধবার পূর্ব বর্ধমানের গলসির বিস্তীর্ণ এলাকা জুড়ে ভোট প্রচার করেন তিনি।সঙ্গে ছিলেন কয়েকশ তৃনমূল কর্মী ও সমর্থক।সায়নী একটি গাড়িতে চেপে ভোট প্রচার শুরু করেন ।তার প্রচারের সময় রাস্তার দুধারে ভিড় জমিয়েছিলেন অসংখ্য সাধারণ মানুষ।উল্লেখ্য বুধবার ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল সায়নীর।তবে ভোট প্রচারের জন্য সেই ডাক এড়িয়েছেন যুব নেত্রী। তবে সায়নীর দেহরক্ষী ও এক অফিস কর্মী বুধবার ইডির দফতরে এসেছিলেন।তারা প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দিয়েছেন ইডির কাছে বলে জানা গেছে। প্রসঙ্গত গত শুক্রবার ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন সায়নী।তাকে প্রায় ১১ ঘণ্টা জেরা করা হয়। তারপরেও বুধবার তাকে মৌখিক ভাবে ইডি ডেকেছিল বলে খবর।তবে সেই ডাক এড়িয়ে বুধবার গলসিতে প্রচার সারলেন তৃনমূলের যুবনেত্রী।