
ওঙ্কার ডেস্ক : সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের ভিডিও ঘিরে তোলপাড় রাজনীতি. এবার এ নিয়ে মুখ খুললেন বিজেপি নেতার ছেলে জ্যোতির্ময় কয়াল. তাঁর দাবি, ভিডিও এডিট করে তার বাবার মুখে কথা বসানো হয়েছে। তৃণমূল তাদের খুনও করে দিতে পারে, আশঙ্কাপ্রকাশ জ্যোতির্ময়ের.