
কোয়েল বণিক: গঙ্গা মিশনের উদ্যোগে বন্যা দুর্গস্থ মানুষদের জন্য খাবার বিতরণ করা হল। বন্যার কারণে অনেক মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই কারণে গৃহহীন হয়ে পড়েছে বহু সাধারণ মানুষ। এর ফলে আমতার ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতে বন্যা কবলিত মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিল গঙ্গা মিশন। এই ব্যাপারে গঙ্গা মিশনের কর্ণধার প্রহ্লাদ রায় গোয়েঙ্কা এছাড়াও খাদ্য বিতরনের সময় উপস্থিত ছিলেন আমতার বিধায়ক সুকান্ত পাল। নদী ও নদী পরগনা ইস্যুতে সারাবছরই সক্রিয় থেকেছে গঙ্গা মিশন। এছাড়াও সামাজিক নানান কর্মকাণ্ডে গঙ্গা মিশন অন্তগর্ত কর্মসূচি পালন করেছে।