
নিজেস্ব প্রতিনিধি, কলকাতাঃ গঙ্গা মিশন শুধু গঙ্গাকে দূষণ মুক্ত করার স্বার্থেই কাজ করছে না, সমাজের নানান দরকারেও হাত বাড়িয়ে দেয় এই স্বেচ্ছাসেবী সংস্থাটি। রবিবার রথযাত্রার শুভ দিনে তেমনই একটি সেবামূলক কাজে ব্রতী হল গঙ্গা মিশন। রবিবার সকালে সম্পূর্ণ বিনামূল্যে জোড়াসাঁকো থানায় একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিল এই স্বেচ্ছাসেবী সংস্থাটি। পুলিশ থেকে সমাজের নানান স্তরের মানুষ সম্পূর্ণ বিনামূল্যে চোখের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা করালেন এখানে।
জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। গঙ্গা মিশনের কর্ণধার তথা বিশিষ্ট শিল্পপতি প্রহ্লাদ রায় গোয়েঙ্কার জীবনের মূল মন্ত্রও তাই। গঙ্গা মিশন শুধু গঙ্গাকে দূষণ মুক্ত করার স্বার্থেই কাজ করছে না, সমাজের নানান দরকারেও হাত বাড়িয়ে দেয় এই স্বেচ্ছাসেবী সংস্থাটি। রবিবার রথযাত্রার শুভ দিনে তেমনই একটি সেবামূলক কাজে ব্রতী হল গঙ্গা মিশন।
রবিবার সকালে সম্পূর্ণ বিনামূল্যে জোড়াসাঁকো থানায় একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিল এই স্বেচ্ছাসেবী সংস্থাটি। পুলিশ থেকে সমাজের নানান স্তরের মানুষ সম্পূর্ণ বিনামূল্যে চোখের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা করালেন এখানে। এদিন স্বাস্থ্য শিবিরে মোট ১৭০ জন তাঁদের হেলথ চেক আপ করান। আর ১০০ জন করান চক্ষু পরীক্ষা। সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুর ২ টো পর্যন্ত চলে স্বাস্থ্য পরীক্ষা শিবিরটি। এদিন ৫০ জনকে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় চশমা। ২৮ জুলাই ৪০ জনকে সম্পূর্ণ বিনামূল্যে মারওয়াড়ি রিলিফ সোসাইটি হাসপাতালে ছানি অপারেশন করা হবে বলে জানান গঙ্গা মিশনের কর্মকর্তা জিতু সিং।
এদিন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ইসিজি, প্রেসার মাপা, ব্ল্যাড সুগার টেস্ট সহ নানান রক্ত পরীক্ষাও করা হয়। দুস্থ্যদের বিনামূল্যে দেওয়া হয় ওষুধ। এদিনের স্পেশাল হেলথ ক্যাম্পে উপস্থিত ছিলেন জোড়াসাঁকো থানার ওসি কৌশিক দাস, ইন্সপেক্টর গৌতম পাল সহ বহু পুলিশ অফিসার এবং কর্মী।
পুলিশকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হয় হেলথ ক্যাম্পে। ক্যাম্পে উপস্থিত ছিলেন ডাঃ গৌরব সিং, ডাঃ সৌরভ সিং এবং নার্স পাপিয়া দাস। উপস্থিত চিকিত্সক এবং পুলিশকর্মীদের ক্যাম্প সফল করার জন্য ধন্যবাদ জানান গঙ্গা মিশনের কর্মকর্তা জিতু সিং।