
নিজেস্ব প্রতিনিধি, কলকাতাঃ আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। সেদিনই গঙ্গাসাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৮ ও ৯ জানুয়ারি গঙ্গাসাগরে থাকবেন মমতা। যদিও মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে ৩ জানুয়ারি সাগরদ্বীপ হয়ে গঙ্গাসাগরে যাবার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু শেষ মুহুর্তে সেই কর্মসূচী বদল হয়।
গঙ্গাসাগর গিয়ে মেলা উদ্বোধনের পাশাপশি কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। বুধবারই মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে নবান্নে বৈঠক করেন মমতা। তার অনুমান, গঙ্গাসাগর মেলায় অন্তত ৪০ লক্ষ মানুষের সমাগম হবে। প্রশাসন সূত্রের খবর, মেলায় যোগাযোগ থেকে নিরাপত্তা সব বন্দোবস্ত করা হবে। প্রতিদিন ১৫-১৬টি অতিরিক্ত বাস চলবে। সবমিলিয়ে ২ হাজার ২৫০টি সরকারি বাস যাতায়াত করবে। চলবে অতিরিক্ত ৬৬টি ট্রেন। থাকছে অতিরিক্ত লঞ্চের ব্যবস্থাও। ২২টি জেটিকে মজবুত করা হচ্ছে। শুধু তাই নয়, মেলার নিরাপত্তার জন্য অতিরিক্ত সিসিটিভির ব্যবস্থা থাকছে। থাকছে জিপিএস ও স্যাটেলাইট ট্র্যাকিংয়ের ব্যবস্থাও। অপ্রীতিকর ঘটনা এড়াতে মেলায় থাকবে পর্যাপ্ত পুলিশ। মেলা চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত।