
নিজস্ব প্রতিনিধিঃ রবিবার গভীর রাতে গার্ডেনরিচে ভেঙে পড়ে বহুতল। সোমবার সকাল ৯.৩০ নাগাদ ঘটনাস্থল পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি মাথায় ব্যান্ডেজ নিয়ে এলাকা পরিদর্শন করে দেখেন ও স্থানীয়দের সঙ্গেও কথা বলেন। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে। মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা ও ক্ষতিগ্রস্তদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘এমন দুর্ঘটনায় আমরা মর্মাহত। দু’জন মারা গিয়েছেন। পাঁচ-ছ’জন এখনও আটকে। এক জনের পা আটকে। তবে তিনি বেঁচে আছেন। উদ্ধারকারীদের ভিতরে ঢুকতে সময় লেগেছে। এখন সকলে ঢুকে গেছেন। শোকস্তব্ধ পরিবারের কাছে আমি দুঃখপ্রকাশ করছি। যাঁরা বেআইনি কাজ করেছেন, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। পরিবারের পাশে সরকার দাঁড়াবে। যাঁদের বাড়ি ভেঙেছে, তৈরি করে দিতে বলব।