
আশীষ মন্ডল, বীরভূমঃ অবশেষে প্রাপ্য সম্মান পেলেন রতন কাহার। এ বছর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে ৩৪ জনের নাম পদ্মশ্রীর জন্য বেছে নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে ৮৮ বছর বয়সী লোকসংগীত শিল্পী রতন কাহারের নাম।
ফোন মারফত খবরটি পেয়েছেন কাহার পরিবারের সদস্যরা। ফোনটি ধরেছিলেন রতন কাহারের ছেলে আর বাবা পদ্মশ্রী পাচ্ছেন এই খবর জানার পর কার্যত থ হয়ে যান তিনি। কিছুক্ষণ সময় লাগে বিষয়টি বুঝে নিতে। রতন কাহার এই সম্মান পাচ্ছেন এ খবর জানতে পেরে আপ্লুত তার পরিবারের সদস্যরা, জীবনের সায়াহ্নে এসে রতন কাহার এই পুরস্কার পাওয়ায় খুশি গোটা বীরভূম জেলার মানুষ। পদ্মশ্রী সম্মানের জন্য নির্বাচিত হওয়ায় আনন্দিত রতন কাহার।
প্রসঙ্গত, রতন কাহারের ‘বড় লোকের বিটি লো ‘ গানটি তাকে ব্যাপক জনপ্রিয়তা দিয়েছে।এই গান নিয়ে হয়েছে বিতর্কও। র্যা প সিঙ্গার বাদশা গানটি রতন কাহারের অনুমতি ছাড়াই ব্যবহার করেছিলেন বলে জানা গিয়েছিল। তবে পরবর্তীতে বিষয়টি তাঁর কানে গেলে ক্ষমা চেয়ে নেন তিনি পাশাপাশি তিনি আর্থিকভাবে রতন কাহাকে সাহায্য করেছিলেন বলেও জানা গিয়েছে সুত্র মারফত।
ভাদু,টুসু ঝুমুরের মতো গান নিয়ে সংগীত রচনা এবং পরিবেশন করেন রতন কাহার। তার এই সম্মান প্রাপ্তি, লোকসংগীত শিল্পীদের নতুনভাবে অনুপ্রাণিত করবে আগামী দিনে।