
ওঙ্কার ডেস্ক:সংসদ দেব এর উপস্থিতিতেই ঘাটালে তৃণমূলের দুটি গোষ্ঠীর সংঘর্ষ, গুরুতর আহত বেশ কয়েকজন।ক্ষোভে বৈঠক ছাড়লেন দেব।
ঘাটালে শিশুমেলা নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল অনেক আগেই প্রকাশ্যে এসেছে। তবে রবিবার সেই দ্বন্দ চরম আকার নিল। রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে শিশুমেলা নিয়ে একটি মিটিং এর আয়োজন করা হয়। মিটিংয়ে উপস্থিত হওয়ার কথা ছিল ঘাটালের সাংসদ দেবের। সাংসদ আসার আগেই তার অনুগামীরা ভিড় জমান স্টেডিয়ামে। অন্যদিকে ঘাটালের প্রাক্তন বিধায়ক শংকর দলুইএর অনুগামীরাও আসতে শুরু করে।কিছুক্ষণ পরে দেবের সামনেই দুই গোষ্ঠীর তৃণমূল কর্মীরা মুখোমুখি বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে। তার থেকে শুরু হয় ধস্তাধস্তি থেকে লাঠালাঠি। সংসদের সামনে চলে কিল-ঘুসি-চড়। আহত হন বেশ কয়েকজন।এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন দেব।কি কারণে এই ঘটনা ঘটেছে সে বিষয়েও কিছু বলতে পারেন নি দেব।অপরদিকে এই ঘটনার সমালোচনা করে বিধায়ক শীতল কপাট বলেন ,ঘাটালের শিশু মেলার সঙ্গে স্থানীয়দের আবেগ জড়িয়ে রয়েছে।তৃনমূল সেই আবেগ কে ব্যবসায় পরিণত করেছে।তবে এই ঘটনা আর কখনো ঘটবেনা বলে আশ্বাস দিয়েছেন সাংসদ দীপক অধিকারী