
প্রতীতি ঘোষ, উত্তর চব্বিশ পরগনা: আহেরি টোলার ছায়া এবার ঘোলা কল্যানী এক্সপ্রেসে ওয়ে তে। মঙ্গলবার গভীর রাতে ঘোলা মুরাগাছার কাছে কল্যানী এক্সপ্রেসে ওয়ের ধার থেকে একটি ট্রলির মধ্যে হাত পা বাঁধা অবস্থায় মৃত দেহ উদ্ধার করলো এক্সপ্রেস ওয়েতে টহল রত পুলিশ। সূত্রের খবর অনুযায়ী এদিন নাগেরবাজার এলাকা থেকে করন সিং ও কৃষ্ণ রাম সিং একটি ক্যাব বুক করে ট্রলি ব্যাগ নিয়ে কল্যানী এক্সপ্রেসে ওয়ে ধরে ঘোলায় আসেন ।সেখানে তারা ট্রলি ফেলার চেষ্টা করলে ক্যাব চালকের সন্দেহ হওয়ায় তিনি রাস্তায় টহল রত পুলিশ কে থামিয়ে বিষয়টি জানালে তারা ট্রলি টি উদ্ধার করে। সেই সময় অভিযুক্ত করন সিং কে পুলিশ ধরে ফেলে, পালিয়ে যায় অপর জন। এরপর ট্রলি ব্যাগ খুলে স্তম্ভিত হয়ে পড়ে সকলে। ব্যাগের ভেতর থেকে উদ্ধার হয় হাত পা মোড়া মৃত দেহ। জানা গেছে মৃতের নাম ভাগরাম সিং। পুলিশ জিজ্ঞেসা বাদ করলে সামনে আসে হাড়হিম করা তথ্য। আর্থিক লেনদেন সংক্রান্ত কারনে কাপড়ের ব্যবসায়ী ভাগ রাম কে বিষ খাইয়ে , গলার নলি কেটে হত্যা করেছে করন সিং ও কৃষ্ণ রাম সিং। পরবর্তীতে মোবাইলের টাওয়ার ধরে পলাতক কৃষ্ণ রাম কে গ্রেপ্তার করে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ।
ভিডিও দেখুন-