
প্রশান্ত দাস,মালদা:ইংরেজবাজার শহরের ঘোড়া পীর সার্বজনীন দূর্গা উৎসব কমিটির দুর্গাপুজো এবার ২৭ বছরে পা দিয়েছে। এবছর তাদের পুজোর থিম আকাশবাণী- দূরদর্শন।তাই মন্ডপে ব্যবহার করা হচ্ছে পুরোনো দিনের গ্রামাফোন,রেডিও,অডিও ক্যাসেট, রেকর্ড প্লেয়ার,। এবং প্রয়াত বেতার শিল্পী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, দূরদর্শনের নিউজ অ্যাংকর সালমা সুলতান সহ রেডিও এবং দূরদর্শনের সঙ্গে যুক্ত বেশ কয়েকজনের ছবি আটকানো হয় পূজা মন্ডপে। গত কয়েক বছর ধরে বিভিন্ন থিমের উপর পূজা মন্ডপ তৈরি করে দর্শনার্থীদের মন জয় করেছে এই পুজো কমিটি।
এবছরও তাদের ক্লাবের থিম মন জয় করবে দর্শনার্থীদের বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা
মণ্ডপের কাজ প্রায় শেষ ।চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।পঞ্চমীর দিন আনুষ্ঠানিক উদ্বোধন হবে পূজা মন্ডপের।