
কার্তিক নস্কর,ওঙ্কার বাংলাঃ সম্ভাবনা থাকলেও রাজ্যে সেভাবে ঘূর্ণিঝড় দানার কোন প্রভাব পড়েনি। তবে পরিস্থিতি মোকাবিলা করতে তৎপর প্রশাসন। পাশাপাশি নবান্নে ‘দানা’ বৈঠকে বন্যা নিয়ে ডিভিসির জল ছাড়া নিয়ে ফের কেন্দ্রের ওপর তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রথম থেকে আশঙ্কা থাকলেও ওড়িষ্যার উপকূলের উপর ল্যান্ডফল হয় ঘূর্ণিঝড় “দানার”।কার্যত রাজ্যে সেভাবে প্রভাব পড়েনি দানার। তবে বিপর্যয় পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রথম থেকেই তৎপর রাজ্য প্রশাসন । নবান্ন থেকে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম প্রত্যেক জেলার সাথে সংযোগস্থাপন করেছে। এমনটাই জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। শুক্রবার কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত শুরু হয়েছে। এমতাবস্থায় শুক্রবার ঘূর্ণিঝড় দানা নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ঘূর্ণিঝড় সম্পর্কিত একাধিক বিষয় নিয়ে কথা বলেন তিনি। জেলা প্রশাসনের আধিকারিকদের কাছে সংশ্লিষ্ট জেলা সম্পর্কিত খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় নির্দেশ দেন। পাশাপাশি ডিভিসির জল ছাড়া এবং রাজ্যে বন্যা নিয়ে ফের কেন্দ্রের ওপর তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এর আগেও বিষয়টি নিয়ে কেন্দ্রের ওপর সুর শানিয়ে ছিলেন তিনি।