
ওঙ্কার ডেস্ক: এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বসিরহাটে। খুন নাকি আত্যহত্যা এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। উত্তর ২৪ পরগনার বসিরহাট কালিনগর গ্রাম পঞ্চায়েতের ঘটিহারা এলাকার ঘটনা। ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়েছে , বাড়ির পাশের একটি পুকুর থেকে। ছাত্রীর দেহ হাত পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে বলে জানা গেছে। ছাত্রীর মা সাগরিকা মুন্ডা জানিয়েছেন, ৪ ডিসেম্বর সন্ধ্যা থেকেই নিখোঁজ ছিলো তার মেয়ে। ঠিক চার দিন পর শনিবার , সকালে বাড়ি থেকে ৫০০ মিটার দূরে ঘটিয়ারা এলাকার এক পুকুরে ভাসতে দেখা যায় মৃতদেহ। খবর পেয়ে পুলিশ এসে, দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরিবারের দাবি পরিকল্পনা করে খুন করা হয়েছে । ইতিমধ্যে ছাত্রীর কল লিস্ট পরীক্ষা করার পাশাপাশি এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবার, কিন্তু এখনও পর্যন্ত খুন না আত্মহত্যা সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।