
ওঙ্কার ডেস্ক:কল্যাণীতে ১৩ বছরের এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক অ্যাম্বুলেন্স চালক।দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাবালিকার পরিবারের। পুলিশ সূত্রে জানা গেছে
নদীয়া জেলার কল্যাণী পৌর সভার দশ নম্বর ওয়ার্ডের একটি ১৩ বছরের নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করা হয়। অভিযুক্ত ব্যক্তি কল্যাণীর ১৩ নম্বর ওয়ার্ডের হাসপাতাল কোয়ার্টার এলাকার বাসিন্দা । পরিবার সূত্রে জানা গেছে এই মাসের ২২ তারিখ রাতে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ঐ নাবালিকাকে বলপূর্বক ধর্ষনের চেষ্টা করে ওই এম্বুলেন্স চালক এবং মুখ বন্ধ রাখার জন্য কিছু টাকাও দেয় বলে অভিযোগ । মুখ খুললে তার পরিবারের সদস্যদের প্রাণে মারার ও হুমকি দেয় । নাবালিকা প্রথমে ভয়ে বিষয়টি নিয়ে চুপ থাকলেও, তার ব্যাগে অনেক টাকা দেখতে পেয়ে সন্দেহ হয় পরিবারের সদস্যদের।এরপর টাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই ওই নাবালিকা পুরো বিষয়টি পরিবারের কাছে জানায়। শুক্রবার রাতে অভিযুক্তের বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়েই তৎপর হয় কল্যাণী পুলিশ। রাতেই পুলিশ তদন্ত নেমে অভিযুক্তকে গ্রেফতার করে। ঐ এম্বুলেন্স চালকের কঠোরতম শাস্তির দাবি করেছে নাবালিকার পরিবার। তবে ধর্ষণের চেষ্টা কথা সংবাদমাধ্যমের সামনে অস্বীকার করে অভিযুক্ত রঘু।