
ওঙ্কার ডেস্ক:স্কুল ক্যাম্পাসে গভীর রাতে নাবালিকাকে গনধর্ষণের ঘটনায় চাঞ্চল্য অশোকনগরে। কংগ্রেস কাউন্সিলরের বাড়ির ৩০ মিটার দূরত্বে ঘটনাটি ঘটায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা। পুলিশ সুত্রে খবর, অশোকনগরেরই বাসিন্দা নাবালিকাকে তার প্রেমিক স্কুলের পেছনে অন্ধকার জায়গায় ডেকে নিয়ে যায়। নাবালিকাকে মদ্যপান করায় ওই নাবলক, পরে আরও ২ বন্ধুকে ডেকে নাবালিকাকে গনধর্ষণ করে তারা।
নাবালিকা সেখান থেকে পালিয়ে গভীর রাতে বাড়ি ফেরে। ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়। পরিবারের লোক অশোকনগর থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ ঘটনাটির তদন্ত করে ওই ৩ অভিযুক্তকে গ্রেফতার করে। এসডিপিও হাবরা, সি আই হাবরা, আইসি হাবরা এবং অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামনি নস্করের উপস্থিতে অভিযুক্তদের নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে ও নমুনা সংগ্রহ করা হয়।
কাউন্সিলরের বাড়ির কাছে ঘটনাটি ঘটায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। স্কুলের ক্যাম্পাসে লাইট নেই, থাকলে এমন ঘটনা ঘটত না, স্বীকার করেছেন কাউন্সিলর।