
নিজস্ব প্রতিনিধি:
প্রায় তিনমাস ধরে প্রস্তুতি চলেছিল। আয়োজকদের সঙ্গে নিয়ে দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি আসবেন বলে কথাও দিয়েছিলেন। কিন্তু শেষ মুহুর্তে বিশেষ কারণে বাতিল হল নরেন্দ্র মোদীর সফরও। ফলে ‘লক্ষকন্ঠ’ গীতাপাঠে লক্ষ মানুষ ব্রিগেডে আসতে পারবেন কিনা তা নিয়ে কপালের ভাজ আয়োজকদের। চেষ্টা হয়েছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথকে আনার,নাহঃ তাও এখনও পর্যন্ত সম্ভাবনা নেই। আসছেন না অমিত শাহও। একমাত্র মুখ হিসেবে থাকবেন শঙ্করাচার্য। রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে স্বভাবতই চর্চা ছিল এই কর্মসূচি নিয়ে। তাদের একাংশের মতে এই কর্মসূচির মধ্যে দিয়ে লোকসভা নির্বাচনের আগে হিন্দু ভোট ব্যাংককে সংগঠিত করতে চাইছে বিজেপি। আয়েজক সংস্থা রাজনৈতিক কথা অস্বীকার করলেও, এই কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপির প্রথমসারির সবনেতাই উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বারবার ব্রিগেডেও ঘুরে যান তারা। কিন্তু প্রধানমন্ত্রী সফর বাতিল করার পর কার্যত বিশবাঁও জলে তারাও। নিয়মরক্ষার খাতিরে ব্রিগেডে তারা থাকলেও যে উৎসাহ ছিল তাতে যে ভাঁটা পড়ার প্রভুত সম্ভাবনা তা ঘনিষ্ঠ মহলে মনে করছেন কেউ কেউ। এখন নজরে রবিবারের ব্রিগেডে আদতে কী হতে চলেছে।