
ওঙ্কার ডেস্ক: শুক্রবার দক্ষিণ কলকাতার গল্ফগ্রিনের একটি বহুতল আবাসনের পিছনের আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হয়েছিল প্লাস্টিকে মোড়া এক মহিলার কাটা মুন্ডু। শনিবার মিলল আরও দেহাংশ! পুলিশ সূত্রে খবর, টানা জেরার পর গ্রেফতার করা হয়েছে মৃতার জামাইবাবুকে।
শুক্রবার সকালে মহিলার মাথা উদ্ধার হওয়ার পর চাঞ্চল্য ছড়ায় এলাকায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। নিয়ে আসা হয় পুলিশের ডগ স্কোয়াডের কুকুর ও। শুক্রবার রাতেই মৃতার নাম, পরিচয় জানতে পারে পুলিশ, তবে তদন্তের স্বার্থে তা এখনই প্রকাশ্যে আনা হয়নি। জানা গিয়েছে, ওই মহিলা দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা। তদন্তের পর সন্দেহভাজন ওই মহিলার জামাইবাবুকে গ্রেফতার করে পুলিশ। মৃতার সঙ্গে অভিযুক্তের সম্পর্ক কেমন ছিল, সম্পর্কের টানাপড়েনের জেরেই মহিলাকে খুন হতে হল কি না, সে সবও খতিয়ে দেখছে পুলিশ।
শনিবার এলাকা থেকেই উদ্ধার হয় মহিলার দেহের বাকি কিছু অংশ, তবে দেহের কত টুকরো করা হয়েছে এবং কি অস্ত্র ব্যবহার করা হয়েছে তা নিয়ে এখনও ধোঁয়াশায় রয়েছে তদন্তকারী দল। তবে আসলে এই ব্যক্তিই খুনের সাথে জড়িত কিনা, নাকি এর পেছনে আরো কারোর হাত আছে , তা খতিয়ে দেখতে সিট গঠন করেছে কলকাতা পুলিশ।