
অরূপ পোদ্দার, শিলিগুড়ি:
উত্তরবঙ্গকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়না ,উত্তরবঙ্গ দক্ষিণের তুলনায় পিছিয়ে রয়েছে বিজেপির এই অভিযোগ কার্যত স্বীকার করে নিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।সোমবার সংবাদ মাধ্যমের সামনে উত্তরবঙ্গ নিয়ে আক্ষেপের সুর শোনা গেল খোদ গৌতম দেবের গলায়। এদিন তিনি বলেন উত্তরবঙ্গ মানেই আন্ডাররেটেড কম ফোকাসড। পারফরম্যান্সের মধ্যে নিয়ে নিজেদের জায়গা করে নিতে হয়।গৌতমের এই বক্তব্য সামনে আসতেই সরব হয়েছে বিজেপি।বিধায়ক শঙ্কর ঘোষ বলেন আমরা অনেকদিন থেকে যে কথা বলে আসছিলাম অবশেষে মেয়র তা স্বীকার করে নিয়েছেন। গৌতম দেবের এই মন্তব্যের পরই রাজনৈতিকমহলে সমালোচনার ঝড় উঠেছে। শাসকদলের জনপ্রতিনিধির গলায় উত্তরবঙ্গ নিয়ে এই মন্তব্য অস্বস্তিতে ফেলছে রাজ্যের শাসকদলকে।