
নিজস্ব প্রতিবেদক, ওঙ্কার বাংলা: জন্ম থেকেই এক চোখের দৃষ্টি হারিয়েছিল নদীয়ার শান্তিপুর গোপালপুর তিন নম্বর ওয়ার্ডের ইউসুফ আলী শেখ।এরপর দেখতে দেখতে কেটে যায় ৯ টা বছর। বর্তমানে সে চতুর্থ শ্রেণীর পড়ুয়া। ইউসুফ আর কোনওদিন ভালো করে দেখতে পাবে না ধরেই নিয়েছিল পরিবার। কিন্তু তার স্কুল কাজী নজরুল বিদ্যাপীঠের প্রধান শিক্ষকের প্রচেষ্টায় অবশেষে দৃষ্টিশক্তি ফিরে পেল ৯ বছর বয়সী বালক। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক তপন জানা বলেন, ছাত্রটি চোখে দেখতে পেত না। স্কুলে একটি হেলথ ক্যাম্পের পর অস্ত্রোপচারের জন্য পড়ুয়ার বাবা মা রাজি হন। এরপর শান্তিপুর ফুলিয়ার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চক্ষু বিভাগের চিকিৎসকরা ইউসুফের চোখ পরীক্ষা করেন । এরপর তাকে রেফার করেন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে অস্ত্রোপচার করেন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক প্রদীপ কুমার দাস। সফল হয় অস্ত্রোপচার। চিকিৎসকদের চেষ্টায় বর্তমানে দুটি চোখে সমান ভাবে দেখতে পাচ্ছে চতুর্থ শ্রেণীর ইউসুফ।
মফস্বলের সরকারি হাসপাতালগুলিতে পরিকাঠামো না থাকায় বিরল অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ হয়। সেই কারণে অনেকে সরকারি হাসপাতালে চিকিৎসা করান না। কিন্তু শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল সফল অস্ত্রোপচার করে মহম্মদ ইউসুফ শেখকে নবজীবন দিয়েছে। সরকারি হাসপাতালও যে বেসরকারি হাসপাতালের সঙ্গে পাল্লা দিতে পারে এই ঘটনার পর তা আরো একবার প্রমাণ হলো