
অরূপ পোদ্দার,শিলিগুড়ি: পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।রবিবার সকালে শিলিগুড়িতে এসে পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস।সেখান থেকে তিনি মাটিগাড়ার পাথরঘাটা এলাকার মৃত স্কুল ছাত্রীর বাড়িতে যান। সেখানে গিয়ে নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলেন। এবং তাদের সব ধরনের সাহায্যের আশ্বাস দেন।অপরদিকে নাবালিকার পরিবারের পক্ষ থেকে দোষীদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় তার ব্যবস্থা করতে অনুরোধ করা হয় রাজ্যপাল কে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তীব্র সমালোচনা করেন রাজ্যপাল ।
এদিন সাংবাদিক বৈঠক করার আগে নাবালিকার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখান থেকে শিলিগুড়ি স্টেট গেস্ট হাউজে যান।