
গোপাল শীল,বাসন্তী:বাসন্তীর যুব তৃণমূল কর্মী জিয়ারুল মোল্লা খুনের ঘটনায় রাজ্য ও কমিশনকে কড়া বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ সোমবার বাসন্তীর ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি বললেন, ‘‘মানুষের রক্তে হোলি খেলা দুর্ভাগ্যজনক। কে হিংসা ছড়াচ্ছে সেটা বড় নয়, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা বন্ধ হওয়া দরকার”
পাশাপাশি তার হুঁশিয়ারি “আমি ধরনের ঘটনা বরদাস্ত করব না কারা অশান্তির পিছনে তা আমি খতিয়ে দেখছি।’’ একই সঙ্গে কমিশনের উদ্দেশে সিভি আনন্দ বোস বলেন, ‘‘কমিশনের উচিত অবাধ ও সুষ্ঠু ভোট করানো৷আমার সেদিকে নজর রয়েছে৷উল্লেখ্য সোমবার রাজভবনে না ফিরে কোচবিহার থেকে এসে সোজা চলে যান বাসন্তীতে। যুব তৃণমূল নেতা জিয়ারুল যেখানে খুন হন, সেখানে যান তিনি। গ্রামবাসীদের সঙ্গেও কথা বলেন। কিন্তু মৃত তৃনমূল কর্মীর বাড়িতে যাওয়া হয়নি রাজ্যপালের। পরে ক্যানিং গেস্ট হাউসে জিয়ারুলের মেয়েকে ডেকে তার সঙ্গে কথা বলেন তিনি।