
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যপাল সাক্ষাতে শুভেন্দুর বাধা নেই। রাজ্যপালের কাছে যেতে পারবেন শুভেন্দু অধিকারী।এই মর্মে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে তার জন্য নতুন করে রাজ্যপালের অনুমতি প্রয়োজন। কত জন কি ভাবে রাজভবনে যাবেন তা খতিয়ে দেখতে পুলিশকে নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করার জন্য নতুন করে রাজ্যপালের কাছে আবেদন জানাতে পারেন শুভেন্দু অধিকারী। নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার।
রাজ্যপাল অনুমতি দিলে তার সঙ্গে দেখা করতে পারেন শুভেন্দু অধিকারী এবং ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত ব্যক্তিরা নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার।
রাজ্যপালের অনুমতি পেলে কতজন তার সঙ্গে দেখা করবেন এবং যদি গাড়ি নিয়ে যাওয়া হয় তাহলে কয়টি গাড়ি রাজভবনের ভেতরে যাবে সেটা জানাতে হবে পুলিশকে নির্দেশ বিচারপতির।
আমরা কোন গাড়ি ভেতরে নিয়ে যাব না। সবাই হেঁটে রাজভবনের ভেতরে যাব। – সওয়াল শুভেন্দু অধিকারীর আইনজীবীর।
যে ব্যক্তিরা ভেতরে যাবেন তাদের সনাক্তকরণের কাজ শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে কোন ব্যক্তিকে করতে হবে সওয়াল রাজ্যের। কিন্তু কারো পরিচয় নথিবদ্ধ করা যাবে না। নাহলে আবার পরে হেনস্তা করার আশঙ্কা থাকে। মন্তব্য বিচারপতির।