
নিজস্ব সংবাদদাতা : ৩ জুনিয়রকে অপহরণ, মারধর করার অভিযোগে সাসপেন্ড হল গুজরাতের মেডিক্যাল কলেজের চার পড়ুয়া। গুজরাতের ভাবনগর সরকারি মেডিক্যাল কলেজে ঘটেছে ঘটনাটি। কলেজ কর্তৃপক্ষ এর পদক্ষেপে সাসপেন্ড করে দেওয়া হয় ওই চার পড়ুয়াকে ।
কলেজের সমাবর্তন অনুষ্ঠানে বিবাদের জেরে তিন জুনিয়রকে অপহরণ এবং পরে মারধরের অভিযোগ ওঠে সিনিয়রদের বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে শোরগোল পড়তেই পদক্ষেপ করলেন কলেজ কর্তৃপক্ষ। অভিযুক্ত চার পড়ুয়াকে সাসপেন্ড করলেন তাঁরা। কলেজের ডিন চিকিৎসক সুশীলকুমার ঝা বিষয়টি নিয়ে জানান, ১১ সদস্যের সমন্বয়ে গঠিত ‘অ্যান্টি র্যাগিং’ কমিটি বিষয়টি পর্যালোচনা করে দেখে। তার পরই বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ওই কলেজে ২০১৯ সালের ব্যাচের সমাবর্তন অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানই পর্বতের মধ্যে কোন একটি বিষয় নিয়ে বিবাদ শুরু হয়। বিবাদ শুরু হতে দুই দলে ভাগ হয়ে যায়। সিনিয়র জুনিয়রদের মধ্যে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে তখনকার মত পুরস্কার শান্ত হয়ে গেলে তার সিনিয়র রাগ পুষে রেখেছিল তাদের মধ্যে। শুক্রবার তিনজন জুনিয়রকে ডেকে পাঠায় তারা। তারপর তাদেরকে তুলে নিয়ে গিয়ে টর্চার করা হয় এমনকি মারধোর করা হয় বলে অভিযোগ।
কলেজের ডিন চিকিৎসক সুশীলকুমার ঝা বিষয়টি নিয়ে জানান, ১১ সদস্যের সমন্বয়ে গঠিত ‘অ্যান্টি র্যাকগিং’ কমিটি বিষয়টি পর্যালোচনা করে দেখে। তার পরই বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।