
অপরূপা কাঞ্জিলালঃ পর্ণ দেখতে ভালোবাসেন? একের পর এক ভিডিও না চোখ থামতে চায় আর না হাত। উত্তেজিত মন এবং মস্তিষ্ক উত্তপ্ত শরীর অগত্যা শান্ত করতে উপায় বেছে নেওয়া। হ্যাঁ ঠিকই ধরেছেন বলছি মাস্টারবেশন বা হস্তমৈথুনের কথা তবে এক্ষেত্রে পুরুষদের জন্যই আজকের প্রতিবেদন। শরীরী উত্তেজনায় ‘হস্তমৈথুন’এই শব্দটির সাথে কম বেশি সকলেই পরিচিত শুধু প্রাপ্তবয়স্করা নয় অনেক অপ্রাপ্তবয়স্করাও কথাটি শুধু শুনেনি বরং বহুলভাবে আসক্ত। না জ্ঞান একেবারেই দেব না আপনি কি করবেন আপনার ব্যাপার। তবে একটু ফাঁকা পেলেই কিংবা বাথরুমে পর্ন দেখে উত্তেজিত হয়ে সেই উত্তেজনা প্রশমনের চেষ্টায় যেগুলো না চাইতেও করে ফেলছেন সেই সাংঘাতিক বিষয়গুলি সম্পর্কে জানেন কি?
পৌরুষ হারানো: হস্তমৈথুনের তীব্রতায় হারাতে পারে আপনার পৌরুষ ক্ষমতা,চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় লিঙ্গোত্থান জনিত সমস্যা বা ইরেকটাইল ডিসফাংশন।
শীঘ্রপতন: পর্ন দেখার সময় উত্তেজনা এমনই আপনার মধ্যে থাকে যে আপনি ভাবেন কত তাড়াতাড়ি বীর্যপাত করানো যায় কারণ তা চরম সুখের অনুভূতি দেয় কিন্তু পরবর্তীতে সঙ্গীর সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে দ্রুত বীর্য পতন আপনার সম্পর্কেকেও পতনের দিকেই নিয়ে যাবে কিন্তু।
বন্ধ্যাত্ব: এই শব্দটা কিন্তু শুধু একজন মহিলার ক্ষেত্রে প্রযোজ্য নয় সমানভাবে একজন পুরুষের ক্ষেত্রেও প্রযোজ্য। যে হস্তমৈথুনকে আপনি চরম সুখের উপায় ভেবেছেন সেই উপায় আপনাকে নিরুপায় করে তুলতে পারে বিবাহিত জীবনে।
ক্যান্সারের ঝুঁকি: হস্তমৈথুন মাঝে মাঝে কথা বলছি না কিন্তু যারা এ বিষয়ে আসক্ত হয়ে পড়েছেন তাদের জন্য কিন্তু প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেবে
আর সর্বোপরি শরীরের যে অংশটিকে আপনি আপনার জীবনের চরম সুখের মুহূর্ত এনে দেওয়ার উপায় ভাবছেন যা আসলে সত্যি তাই সেই অংশটি অর্থাৎ আপনার সাধের শরীরের একান্ত ব্যক্তিগত অংশ অতিরিক্ত হস্তমৈথুনের ফলে কুৎসিত আকার ধারণ করতে পারে। না এটা একেবারেই মন গড়া কথা নয় এর নাম ক্রনিক পেনাইল লিমফেডেমা। এটি আপনার সাধের শরীরের অংশটি কে অত্যন্ত জঘন্য কুরুপ এবং কুৎসিত বানিয়ে দেয়। অতএব যখন ফাঁকা ঘর হাতের মুঠোয় বন্দি মোবাইল আপনাকে নীল ছবির দেশে নিয়ে যেতে চাইবে এবং চরম সুখের মুহূর্ত অনুভব করার প্রলোভন আসবে তখন একবার ভেবে দেখবেন অবশ্যই।