
প্রতীতি ঘোষ,হাবড়া: যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডর অস্বাভাবিক মৃত্যু নিয়ে তোলপাড় রাজ্য । তখনই হাবড়া পুরসভার বানীপুর জহর নবোদয় বিদ্যালয়ে উঠলো র্যাগিংয়ের অভিযোগ। শুক্রবার রাতে এই স্কুলের নবম শ্রেণীর এক পড়ুয়া র্যাগিং এর শিকার হয় উঁচু ক্লাসের পড়ুয়াদের কাছে বলে অভিযোগ । প্রথমে ওই নবম শ্রেণীর পড়ুয়াকে মারধর করা হয়। পরে জ্যামিতি বক্সের কম্পাস দিয়ে সব্বার হোসেনের হাত কেটে দেওয়া হয় বলে জানিয়েছে ওই ছাত্র। প্রাণের ভয়ে রাতের অন্ধকারে ১০ কিলোমিটার হেঁটে বাড়ী ফেরার সময় হাবড়ার কুমড়া বাজার এলাকায় পাঁচ নৈশো প্রহরী ওই ছাত্রের পথ আটকায়।বৃষ্টিতে তখন থর থর করে কাঁপছিল ছাত্রটি । গোটা ঘটনা খুলে বলার পর প্রহরীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় ছাত্রের বাড়িতে এবং হাবরা থানায়। পরে পুলিশ এসে ছাত্রটিকে বাড়িতে পৌঁছে দেয় ।
এই গোটা ঘটনা নিয়ে মুখে কুলুপ এটেছেন স্কুল কর্তৃপক্ষ। সংবাদমাধ্যমের পক্ষ থেকে স্কুলের সঙ্গে বার নার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোন উত্তর পাওয়া যায়নি।