
প্রদীপ মাইতি, হলদিয়াঃ ফ্লেক্স ছেঁড়া কে কেন্দ্র করে ধুন্দুমার কাণ্ড হলদিয়ায়। শাসক তৃণমূলের অভিযোগ বিজেপির দিকে। আবার বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে।
হলদিয়ার জনক সতীশ সামন্তের জন্মদিনে, দুই দলের ফ্লেক্স ছেঁড়া কে কেন্দ্র করে ধুন্দুমার কাণ্ড। শাসক তৃণমূলের অভিযোগ বিজেপির দিকে। আবার বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে। হলদিয়া শহর তৃনমূল যুব সভাপতি সুশান্ত মালিকের দাবি, স্থানীয় বিজেপি বিধায়কা তাপসী মন্ডলের নেতৃত্বে তাঁদের ফ্লেক্স ছেড়া হয়েছে।
রাজ্য বিজেপির সহ-সভাপতি প্রদীপ বিজলি বলেন এই ধরনের নোংরা রাজনীতি ভারতীয় জনতা পার্টি করে না। তিনি পালটা অভিযোগ করেন, ব্রজলাল চক হাই রোড এবং ভিআইপি রোডে ঢোকার মুখে বিজেপির দুটি গেট ছিল। প্রদীপ বিজলির অভিযোগ তৃণমূল গেটগুলিকে নষ্ট করেছে। প্রসঙ্গত, হলদিয়ায় সভা করার কথা রাজ্যের বিরোধীদল নেতা শুভেন্দুর অধিকারীর। বিজেপির অভিযোগ, তৃণমূল সভাকে বানচাল করতে উঠে পরে লেগেছে।