
প্রদীপ মাইতি,হলদিয়া:শ্রমিক বিক্ষোভের জেরে অচল অবস্থা তৈরি হয়েছে হলদিয়া বন্দরে । মঙ্গলবার দুপুরে হলদিয়া বন্দরে কার্গো হ্যান্ডেলিং এর একটি সংস্থার বিরুদ্ধে শ্রমিকরা বিক্ষোভ দেখায় ।শ্রমিকদের অভিযোগ, তাদের বেতন থেকে পিএফ এর টাকা কেটে নেওয়া হয়েছে ।এই অভিযোগের শ্রমিকরা মঙ্গলবার দুপুর থেকে শুরু করেছেন হলদিয়া বন্দরের মধ্যে বিক্ষোভ । এই সংস্থার বেশিরভাগ শ্রমিকরাই জাহাজের পণ্য ওঠানোর কাজ করেন। বন্দরের অচলাবস্থা থাকায় বন্দরমুখী একাধিক জাহাজকে ফিরিয়ে দিতে হয়। জানা গেছে রাত অবধি কোন সমাধান সূত্র মেলেনি । এই ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ বন্দর কর্তৃপক্ষ । বিষয়টি নিয়ে বন্দর কর্তৃপক্ষ রাজ্য প্রশাসনকে জানিয়েছে । নতুন সার্কুলার অনুযায়ী শ্রমিকদের বেসিকের টাকা বাড়িয়ে দিয়ে , সেখান থেকে পিএফ এর টাকা কাটা হচ্ছে ।।কিন্তু এই সিদ্ধান্ত মানতে রাজি নয় শ্রমিকরা ।তার জেরেই এই অচলবস্থা সৃষ্টি হয়েছে ।