
প্রদীপ মাইতি,হলদিয়া:
পণ্য খালাসে নিজের রেকর্ড নিজেই ভাঙল হলদিয়া বন্দর। বৃহস্পতিবার ৪৮ হাজার ১১১ মেট্রিক টন ন্যাপথা নিয়ে এমভি ক্লিয়ার ওশেন হলদিয়া বন্দরে নোঙর করে নতুন রেকর্ড তৈরি করল । এর আগে ২০১৭ সালে “স্যামার সনেট” নামে একটি জাহাজ ৪৪ হাজার ৮৮ মেট্রিক টন ন্যাপথ্যা নিয়ে হাজির হয়েছিল । নদী বন্দরে এমন ঘটনায় বন্দরের চেয়ারম্যান রথেন্দ্র রামন সহ আধিকারিক সকলেই সন্তোষ প্রকাশ করেছেন । সেজন্য চেয়ারম্যান অভিনন্দন জানিয়েছেন সংশ্লিষ্ট সকলকে । প্রসঙ্গত কুয়েত থেকে ২২ জন নাবিক সমেত মোট ৮২ হাজার ২৭১ মেট্রিক টন ন্যাপথা নিয়ে জাহাজটি রওনা দেয় । হলদিয়া অভিমুখে আসার আগে বিশাখাপত্তনম বন্দরে ৩৪ হাজার ১৬০ মেট্রিক টন ন্যাপথ্যা খালি করেছে বৃহস্পতিবার ৪৮ হাজার ১১১ মেট্রিক টন ন্যাপথা নিয়ে এমভি ক্লিয়ার ওশেন হলদিয়া বন্দরে নোঙর করে।