
প্রদীপ মাইতি,হলদিয়া:বুদ্ধদেব ভট্টাচার্যের অনুরোধে মমতা বন্দোপাধ্যায় লুকিয়ে হলদিয়া কারখানা তৈরি করার জন্য ১১০ একর জমির ব্যবস্থা করে দিয়েছিলাম।সোমবার হলদিয়ায় বিশ্বকর্মা পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এসে এমনি চাঞ্চল্যকর দাবি করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী।এদিন শুভেন্দু বলেন মমতা বন্দোপাধ্যায়ের ভুল নীতির জন্য রাজ্যে শিল্প আসছেনা।এবং তিনি ২০১০ সালে তৃণমূলে থাকাকালীন মমতা বন্দোপাধ্যায় কে না জানিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের অনুরোধে হলদিয়ায় কারখানা তৈরি করার জন্য ১১০ একর জমির ব্যবস্থা করে দিয়েছিলেন।
পাশাপাশি তিনি দাবি করেন আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি আবার জিতে ক্ষমতায় আসবে।হলদিয়া এবং কাঁথি তে লক্ষাধিক ভোটে বিজেপি জিতবে।এছাড়াও তিনি দাবি করেন হলদিয়ার শ্রমিকদের দাবিয়ে রাখা হয়েছে।লোকসভা নির্বাচনে ক্ষমতায় আসার তিন ঘণ্টার মধ্যে তৃনমূলের শ্রমিক সংগঠন কে উৎখাত করবেন।
সোমবার টাটা স্টিল এন্ড টাটা পাওয়ার কন্ট্রাক্টর মজদুর সংঘের বিশ্বকর্মা পুজোর উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল, আনন্দময় অধিকারী, সোমনাথ ভূঁইয়া সহ অন্যান্যরা।