
আসানসোল,জয়ন্ত সাহা: এক বিশেষ চাহিদা সম্পন্ন যুবক কে মারধর করার অভিযোগ উঠল বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে।।বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কুলটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ওই যুবক। এই ঘটনার তীব্র সমালোচনা করেছে তৃণমুল কংগ্রেস।ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার লালবাজার এলাকায়। এই বিষয়ে আক্রান্ত যুবক প্রেম দাস বলেন গত 3 রা আগস্ট কুলটি লালবাজার এলাকায় বিদ্যুত ছিল না।সেই নিয়ে আসানসোল পৌরনিগমের ১৭নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর লালন মেহেরা ফোন করা হয়েছিল।এরপর রবিবার দুপুর ১২ টা নাগাদ বিজেপি কাউন্সিলর লালন মেহেরা এবং তার দলবল তাকে মারধর করা হয়।এই ঘটনায় বিজেপি কে কটাক্ষ করে যুব তৃণমূল সভাপতি বিমান দত্ত বলেন এটাই তৃনমূলের কালচার, ওনার কঠিন শাস্তি হওয়া উচিৎ।তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপি কাউন্সিলর লালন মেহেরা বলেন ওই যুবক তাকে ফোনে গালিগালাজ করেছেন।সেই কথার প্রতিবাদ করেছেন,মারধোর করার অভিযোগ সত্য নয়।
এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে করেছে পুলিশ।