
নিজস্ব প্রতিনিধি: বর্ষবরণে বিধিভঙ্গ আটকাতে তৎপর কলকাতা পুলিস। রবিবার শহরে মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত পুলিস। সঙ্গে থাকছে ওয়াচ টাওয়ার থেকে নজরদারি। পার্ক-স্ট্রিটকে ৬ টি সেক্টরে ভাগ করে উপ-নগরপাল পদমর্যাদার অফিসার থাকবেন।
বর্ষবরনে অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর কলকাতা পুলিস। লালবাজার সুত্রে খবর,২০২২ সালের বর্ষবরণে মত্ত অবস্থায় গাড়ি চালানোর জন্য ১৭৯ জনের বিরুদ্ধে নেওয়া হয়েছিল ব্যবস্থা। গ্রেফতার হয়েছিল ৫৪০ জন। তাদের বিরুদ্ধে একাধিক বিধিভঙ্গের অভিযোগ ছিল। এবার তাই আর সতর্ক প্রশাসন। সুত্রের খবর,বর্ষবরণ ও বছরের প্রথম দিনে আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।
রবিবার ২৫০০ ও সোমবার ২৪০০ অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবেন। একাধিক জায়গায় চলবে তল্লাশি। পার্কস্ট্রিটের ভিড়ের কথা মাথায় রেখে ৬ টি সেক্টরে ভাগ করা হয়েছে। দায়িত্বে থাকবেন ১০ জন উপ-নগরপাল পদের অফিসার। তিনটি ওয়াচ টাওয়ার থেকে চলবে নিরন্তর নজরদারি। মহিলাদের নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পানশালা,হোটেলে চলবে নজরদারি।