
সুকান্ত চট্টোপাধ্যায়,উত্তর দিনাজপুর: গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হাড়োয়া থানার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মোহনপুর গ্রামে । তদন্ত শুরু করেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার রাতে ৩৫ বছরের কাবেরী হালদারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে হাড়োয়া থানায় খবর দেন তার পরিবারের লোকেরা।পুলিশ এসে ঝুলন্ত নিথর দেহটি উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা কাবেরী হালদার কে মৃত বলে ঘোষণা করেন। আত্মীয়দের দাবি দীর্ঘদিন রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন ওই বধূ । হাড়োয়া থানার পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ। ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে, পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।