
অরিন্দম হরি,বসিরহাট: শনিবার রাতে দুষ্কৃতীদের গুলিতে নিহত হলেন তৃনমূল নেতা সেখ সাহেব আলী। রাত বারটা নাগাদ বাড়ী ফেরার পথে হাড়োয়ার শ্যামলা এলাকায় দুষ্কৃতীরা তাকে গুলি করে বলে অভিযোগ। বুকের বাম দিকে এবং মাথায় গুলি লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। গুলিতে জখম হয় সাহেবের সঙ্গী মোরসেদ আলিও । ঘটনাস্থল থেকে পুলিশ একটি গুলির খোল উদ্ধার করেছে ।মৃত সাহেব আলী খাসবালান্দা পঞ্চায়েতের নব-নির্বাচিত সদস্য এবং হাড়োয়া ব্লক তৃণমূল কংগ্রেসের কিষাণ ও ক্ষেতমজুর সেলের সভাপতি ছিলেন। স্থানীয় কয়েকজন দুষ্কৃতি তাকে খুন করেছে বলে দাবি করেছেন সাহেবের স্ত্রী ।
অপরদিকে তৃনমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জন্য এই খুনের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন বিজেপি নেতা রাজেন্দ্র সাহা।
হাড়োয়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটকও করা হয়েছে।